হোম > সারা দেশ > চাঁদপুর

মায়ার বাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ: ইউপি চেয়ারম্যানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

মায়া চৌধুরীর বাড়িতে আগুন জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার (১৬ নভেম্বর) রাতে মায়া চৌধুরীর বাড়িতে এই ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়ার আগে সেখান থেকে ফার্নিচার ও মায়া চৌধুরীর স্মারকসামগ্রী গাড়িতে করে নিয়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পৃথক ঘটনায় তাঁর বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল