হোম > সারা দেশ > চাঁদপুর

ব্যাংকের নৈশপ্রহরী হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের নৈশপ্রহরীর লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাংকে টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাত হোসেনকে হত্যা করেন। 

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ শনিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাতকে খুন করেন এক নারী ও পুরুষ। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা। ওই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্ত নারী মিলি আক্তার ও তাঁদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, সজিবের দেওয়া তথ্যানুযায়ী আজ শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার