চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
অভিযুক্ত মো. মিজানুর রহমানকে (৩৬) গতকাল শুক্রবার রাতে শাহরাস্তি থেকে আটক করা হয়। আজ শনিবার সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
লেফটেন্যান্ট জাবিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তিতে অভিযান পরিচালনা করে মিজানকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে শাহরাস্তি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সেনা কর্মকর্তা বলেন, গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক এবং অস্ত্র জব্দের কার্যক্রম চলমান রয়েছে।