হোম > সারা দেশ > চাঁদপুর

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে মো. জিয়াউর রহমান (২৬) নামে এক দিনমজুর যুবক মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার ১৬ নম্বর রূপসা ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জিয়াউর রহমান ওই গ্রামের ব্যাপারীবাড়ির হাসান আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে জিয়াউর রহমান শুকনা ডাল সংগ্রহ করতে গাছে ওঠেন। এ সময় গাছ থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিসয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার মোমো বলেন, জিয়াউর রহমান নামে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত পেয়েছি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিজেদের গাছ থেকে পড়ে জিয়াউর রহমান মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল