চাঁদপুরের শাহরাস্তিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. ইমতিয়াজ আলম ও সাদ্দাম হোসন নামের দুই কামিল (মাস্টার্স) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) সকালে উপজেলার ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
এই দুই শিক্ষার্থী এ দিন কামিল প্রথম বর্ষের হাদিস সপ্তম পত্রের পরীক্ষা দিচ্ছিলেন। তাঁরা ভোলদীঘি কামিল মাদ্রাসায় অধ্যয়নরত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, কেন্দ্র পরিদর্শনে গেলে অসদুপায় অবলম্বন করার সময় তাঁরা হাতেনাতে ধরা পড়েন। যে কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।