হোম > সারা দেশ > চাঁদপুর

দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবার বলছে গাছ থেকে পড়ে মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে মিজান বেপারী (৫৩) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিনমজুরের পরিবার বলছে, রাতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে পুলিশ দিনমজুরের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে। 

এর আগে গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মিজান বেপারী ওই গ্রামের মৃত আবদুল গনি বেপারীর ছেলে। 

চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কুদ্দুস পিন্টু বলেন, ‘ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাড়ির লোকজন আমাকে জানিয়েছেন তিনি রাতে ঘরের পাশের গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন।’ 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি গাছ থেকে পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল