হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে আ.লীগের সভাপতি আবার ২ দিনের রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি

নাছির উদ্দিন আহমেদ

আবারও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার চাঁদপুর সদর আমলি আদালতে তাঁকে হাজির করা হয়। আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২২ জুন নাছির উদ্দিন আহমেদকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে চাঁদপুরে আনা হয়। ওই দিন তাঁকে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু জানান, নাছির উদ্দিন আহমেদ কোনো মামলায় এজাহারনামীয় আসামি নন। ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ