হোম > সারা দেশ > চাঁদপুর

মাদ্রাসার ২ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। 

গ্রেপ্তার মো. আবু সুফিয়ান (২৫) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি জেলার শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নে আলীপুর গ্রামে। 

এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এজাহার সূত্রে জানা যায়, গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবু সুফিয়ান কয়েক দিন ধরে মাদ্রাসার দুই ছেলে শিক্ষার্থীকে (১০) ধর্ষণ করে আসছিলেন। এদের মধ্যে একজন গতকাল বাড়িতে যায়। এ সময় সে মাদ্রাসায় ফিরতে অনীহা প্রকাশ করে। পরে অভিভাবকদের কাছে সে ধর্ষণের ঘটনা প্রকাশ করে। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন গতকাল রাতেই ওই শিক্ষককে তাঁর শোবার কক্ষে আটক রেখে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত আবু সুফিয়ান ঘটনার কথা অস্বীকার করে বলেন, একই মাদ্রাসার অপর শিক্ষকের সঙ্গে বিরোধের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ তাঁকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১