হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু, ছেলে-পুত্রবধূ আটক

চাঁদপুর প্রতিনিধি

পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে ইউসুফ হোসেন (৩৬) ও তাঁর স্ত্রী শিউলি বেগমকে (২৮) আটক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকবরের মেয়ে আকলিমা বলেন, ‘আমাকে বাঁচাতে গিয়ে ভাই-ভাবির হাতে বাবা মারা গেল।’

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সঙ্গে ননদ আকলিমার ঝগড়া হয়। বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। ছেলে-মেয়ের ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু হলো তাঁর।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে