হোম > সারা দেশ > চাঁদপুর

মতলবে নদীতে গোসলে নেমে ইটভাটার নারী শ্রমিক নিখোঁজ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে মিনা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি স্থানীয় এএসবি ব্রিক ফিল্ডের শ্রমিক ছিলেন। গতকাল শনিবার সকালে নিখোঁজ হওয়ার পর আজ রোববার দুপুর পর্যন্ত লাশের সন্ধান মেলেনি।

ইটভাটার শ্রমিক বিল্লাল হোসেন ও নিখোঁজ নারীর ছেলে কাউছার হোসেন বলেন, গতকাল শনিবার সকালে পাঁচ-ছয়জন নারী-পুরুষ ইটভাটার (সিপাইকান্দি) ঘাটে ধনাগোদা নদীতে গোসল করতে নামেন। গোসল সেরে সবাই তীরে উঠলেও মিনা বেগম নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাঁরা আরও বলেন, মিনা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ৩৫ খান গ্রামে। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস নদী স্টেশনের ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে চাঁদপুর নদী স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আজ বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও মিনা বেগমের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মিনা বেগমের নিখোঁজ হওয়ার খবর শুনে এলাকার শত শত নারী-পুরুষ নদীর তীরে ভিড় জমায়।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ