হোম > সারা দেশ > চাঁদপুর

বিএনপি নেতা সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন। 

মানববন্ধনে নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, ‘অদৃশ্য কারণে লাভলু হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। আসামিরা বিভিন্ন সময় আমাদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।’ 

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’ 

মামলার বাদী আহসান হাবীব নান্টু বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। দেড় বছর হয়ে গেল এখনো কোনো তথ্য উদ্‌ঘাটন হলো না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসে—এটাই আমাদের দাবি।’ 

উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিম উল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় ১ নম্বরসহ পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে রয়েছেন।

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১