হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে এবারও সেরা ৩ প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে। প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। বিগত বছরগুলোতেও এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করে।

আজ শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩১ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা বলেন, এই ফলে শিক্ষকদের অনেক অবদান রয়েছে। শিক্ষকেরা আন্তরিক না হলে এই ফল অর্জন করা সম্ভব হতো না।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৯ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখাসহ চারটি শাখা থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮০ জন। পাসের  হার ৯৮.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল