হোম > সারা দেশ > চাঁদপুর

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরে বিএনপির ৫ নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরের কচুয়ায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. নুরুল আমিন ছিদ্দিকী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. রাজ্জাক, বিতাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। 

এর আগে মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন উচ্চ আদালত থেকে জামিন নেন, মেয়াদ শেষে আজ নিম্ন আদালতে হাজির হন। এর মধ্যে এমরান নামে একজন পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষে আজ চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তারা। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।’ 

 ২০২৩ সালের ৩০ অক্টোবর কচুয়া থানার এসআই মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলার গোবিন্দপুরে জনমনে আতঙ্ক এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ