হোম > সারা দেশ > চাঁদপুর

মতলবে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৩, দুই দিনে প্রাণ গেল ৫ জনের

মতলব উত্তর ও চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ শনিবার রাত ৭টার দিকে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলি গাড়ির একজন সহযোগী নিহত হয়েছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় আরেক সড়ক দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সব মিলিয়ে দুই দিনে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ৭টার দিকে বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মো. রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেলযোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভূঁইয়া বাড়ির দিকে গেলে বেড়িবাঁধের সড়কে মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির সহযোগী সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, ‘হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে রাশেদের মৃত্যু হয় আর বাকিদের ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে হাসপাতালে নিয়ে আসি।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে নিহত রাশেদের মরদেহ স্বজনেরা উদ্ধার করে আনতে দেয়নি। মোটরসাইকেল ও ট্রলিটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পরই ট্রলির চালক পালিয়েছেন। পুরো ঘটনাটি আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’