হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় ভাতিজা সালামতকে (৩৪) ঘুষি মেরে হত্যার অভিযোগ ওঠা কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালামত চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। 

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন বালু ভরাট করা হচ্ছে। এরপর এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে কাউছার ঘুষি মারেন সালামতের পেটে। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘সকালে ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে অবস্থান করে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তির বণ্টন হয়নি। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। তবে বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে ছেলেকে এমন ভাবে মেরেছে যে আর সে বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’ 

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আটকের চেষ্টা চলছে।’

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি