হোম > সারা দেশ > চাঁদপুর

পরীক্ষা শেষে ছেলে জানল মা আর নেই

চাঁদপুর প্রতিনিধি

ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই। 

আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে। 

স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা। 

এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার। 

অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে। 

বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে। 

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল