হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

চাঁদপুর প্রতিনিধি

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বাংলাদেশে রোজা পালন শুরু হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের বাসিন্দারা রোজা রেখেছেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল-মাদানি ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর সিদ্দিক। 

সাদ্রা দরবার শরিফ সূত্রে জানা যায়, ১৯৩১ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এই অঞ্চলে চন্দ্র মাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে তাঁর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। 

যেসব গ্রামে বৃহস্পতিবার রোজা পালন শুরু হয়েছে সেগুলো হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুড়ঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; 
মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী, শাহরাস্তি এবং কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম। 

এই মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার শামীম মুন্সি আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

একই তথ্য জানান উপজেলার টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। 

শাহরাস্তি উপজেলার শিক্ষক মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমাদের উপজেলায় এই মতবাদের অনুসারী না থাকলেও গত কয়েক বছরে বেড়েছে। তাঁরাও এখন আগাম রোজা ও ঈদ পালন করে।’

চাঁদপুরের ফরিদগঞ্জ: রূপসা ইউনিয়নের নারীরা ৫৬ বছর ভোটবিমুখ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল