হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

চাঁদপুর প্রতিনিধি

মো. আয়াশ। ছবি: সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আয়াশকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আয়াশ জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের নিউ ট্রাক রোডে বসবাস করে। আজ সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অতর্কিতভাবে আয়াশের ওপর হামলা করে। এতে আয়াশের পিঠে এবং বাঁ হাতে জখম হয়। হাসান আলী স্কুলের কয়েকজন ছাত্রের পরিকল্পনায় এই হামলা করা হয়েছে বলে জানায় আয়াশ।

এদিকে আয়াশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা নাছরিন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১