চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ অস্ত্র, অ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাতবোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল নামক স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে একটি ৭.৬২ মি.মি. চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), একটি স্থানীয়ভাবে তৈরি ৭.৬২ মি.মি. রাইফেল, এক রাউন্ড রাইফেল অ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাতবোমা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং অ্যামুনিশন হাজীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।