হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় জাটকা ধরায় ১১ জেলে গ্রেপ্তার 

চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে হাতেনাতে আটক করে নৌপুলিশ। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে ১ হাজার ৫০০ মিটার অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার রাতে চাঁদপুর নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানান। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর থেকে জেলেদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন, শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)। এছাড়া বাকি দুজন কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওসি কামরুজ্জামান বলেন, ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত আলামত চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার