হোম > সারা দেশ > চাঁদপুর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার বাবা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন বাবা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কাশেম নামের আহত ওই ব্যক্তি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। 

জানা গেছে, আবুল কাশেম গাজীর মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় হাসানসহ দুই-তিনজন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির। এ সময় তাঁদের বাধা দিলে আবুল কাশেমকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। 

আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমার মেয়েকে উঠিয়ে নিতে তাঁরা আমার বাড়িতে আসে। এ সময় আমি বাধা দিই। পরে রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে গেলে তাঁরা আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায়ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের ওপর হামলা চালায় উত্ত্যক্তকারীরা।’ 

এদিকে হামলার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে গালমন্দ করায় আমি তাঁর বাবাকে পিটিয়েছি।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে