হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ড্রেজার দিয়ে মাটি কাটায় ধসে যাচ্ছে বসতভিটা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় বসতভিটা ধসে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে। ইতিমধ্যে দুটি বসতঘর ধসে গেছে। ফলে আরও বাড়িঘর ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাইশীমুল এলাকার বিল্লাল ভূঁইয়া ধানি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন খারকুট এলাকায়। লাগাতার মাটি কাটায় অনেকটা জায়গা পুকুরের মতো হয়ে গেছে। সেখানে কোনো বাঁধ বা সুরক্ষাব্যবস্থা না থাকায় তাঁদের বসতভিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের দাবি, ইতিমধ্যে বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরের খাট, নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় বসতভিটা ধসে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে, নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি, সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ ও১ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

অভিযোগের ব্যাপারে বিল্লাল ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন