হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে স্কুলের সামনে দাঁড়িয়ে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্কুলের সামনে ইভটিজিং করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকেরা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 

কারাদণ্ডপ্রাপ্ত মাসুমের (২৪) বাড়ি উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। তিনি জানান, মাসুম প্রায় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন। আজও ওই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ইভটিজিং করে উত্ত্যক্ত করছিলেন। 

এ সময় স্থানীয় অভিভাবকেরা তাঁকে আটক করে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাঁর মোবাইলে ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তা জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি জেল থেকে বের হওয়ার পর এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ