হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে অসহায়দের মাঝে গরিবের বন্ধু সংগঠনের খাবার বিতরণ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল পাকশিমুল এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিক্ষুক, পাগল, কুলি ও এতিমদের মাঝে ‘মানবতার অন্ন’ প্রজেক্টের অধীনে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন। আজ রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার অরুয়াইল বাজারে দুই শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। 
 
 সংগঠনটির সভাপতি মো. মনসুর আলী বলেন, ভিক্ষুকেরা দূরদূরান্ত থেকে প্রত্যেক বৃহস্পতি ও রোববার ভিক্ষা করতে অরুয়াইল বাজারে আসেন। তাঁরা দুপুরে উপবাস করে থাকেন। বাজারের ভাসমান পাগলদেরও কেউ খোঁজ নেয় না। এতিমখানার ছাত্ররাও নিম্নমানের খাবার খায়। এসব বিষয় মাথায় রেখে বিনা মূল্যে খাবার আয়োজনটি চালু করা হয়েছে। এ ছাড়া পশুপাখিদের মাঝেও খাবার বিতরণ করা হয়। 

সভাপতি আরও বলেন, ‘আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সদস্য হয়েছেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবেই সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ 

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মো. আব্দুল হামিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান, আকিব রাজা প্রমুখ। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা