হোম > সারা দেশ > বগুড়া

নৌকার পক্ষে কাজ না করলে যুবলীগ নেতার পাছা ফাটানোর হুমকি আ.লীগ নেতার

বগুড়া প্রতিনিধি

নৌকার পক্ষে কাজ না করলে সাবেক যুবলীগ নেতার পাছা ফাটিয়ে ফেলার হুমকি দিয়েছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড থেকে এ তথ্য পাওয়া যায়। 

মিনহাদুজ্জামান লিটনের বড় বোন সাহাদারা মান্নান বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী। 

মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলামকে ফোনে বলেন, ‘আমি লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাহাদারা মান্নান এমপি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পরিচয় দিয়ে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করলে পাছা ফাটায়ে ফেলব।’

এ ছাড়া আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। রবিউল ইসলাম বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমানের পক্ষে কাজ করছি। তিনিও আওয়ামী লীগ করেন। যে কারণে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার হুমকি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন বলেন, ‘রবিউলকে আমি বিনা টাকায় তাঁর যোগ্যতা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি দিয়েছি। সরকারি চাকরি করে তিনি কীভাবে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন? তাঁকে ফোন করে কথা বলেছি। সেই কথোপকথনের কিছু অংশ বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।’

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী