হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে রাস্তা নির্মাণে চাঁদা না দেওয়ায় খননযন্ত্রের অংশ খুলে নেওয়ার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে রাস্তা নির্মাণের দাবিকৃত চাঁদা না পেয়ে খননযন্ত্রের (ভেকুর) যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের শাহীন ভূইয়ার বাড়ি সামনে থেকে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। ফলে সফিপুর ইউনিয়নের রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। 

এ ঘটনায় আজ রোববার দুপুরে সফিপুর গ্রামের সোহেল সরদার মুলাদী থানায় একটি মামলা করেছেন। ওই ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে ফয়েজুর রহমান টুলু ও তাঁর লোকজনের বিরুদ্ধে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ করেছেন সোহেল। তবে ফয়েজুর রহমান টুলু চাঁদা দাবি ও ভেকুর যন্ত্রাংশ নেওয়ার বিয়ষটি অস্বীকার করেছেন। 

সোহেল সরদার জানান, তাঁর স্ত্রী মোসা. আসমা বেগম সফিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য। সেই সুবাদে তিনি বালিয়াতলী গ্রামের নূরু মল্লিকের বাড়ি হতে দলিল উদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ করছেন। গত ১ মার্চ ফয়েজুর রহমান টুলু ১০-১২ জন লোক নিয়ে রাস্তা নির্মাণের জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা নির্মাণ কাজ বন্ধ করে ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার হুমকি দেয়। সরকারি প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় ভেকুটি শাহীন সরদারের ব্যাক্তিগত কাজের জন্য নেওয়া হয়। সেখানে গিয়ে টুলু ও তার লোকজন টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে শনিবার রাতে ভেকুর ৬০ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি এবং ৫০ হাজার টাকার যন্ত্রাংশ খুলে নেয়। 

ফয়েজুর রহমান টুলু বলেন, ‘আমি এবং আমার কোনো লোক কারও কাছে চাঁদা দাবি বা রাস্তা নির্মাণকাজ বন্ধ করেনি। সোহেল সরদার রাস্তার কাজ না করেই বিল উত্তোলনের জন্য মিথ্যা অভিযোগ করেছেন এবং পরিবারিক বিরোধের জেরে মামলা করেছেন।’ 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধ এবং ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার বিষয়ে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং যন্ত্রাংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা