পটুয়াখালীর গলাচিপায় অবরোধ চলাকালীন সময় মাছ ধরায় ২ লাখ টাকা মূল্যের দুইটি বেহেন্দী (গুঁড়ো মাছ) ধরার জাল জব্দ করে ধ্বংস করে ফেলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যায় উপজেলার আমখোলার লোহালিয়া নদীতে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযানে ২ লাখ টাকা মূল্যের দুইটি জাল জব্দ করা হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর নির্দেশক্রমে জব্দকৃত জাল দুটি গলাচিপা লঞ্চঘাটের সন্নিকটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন-আইন শৃংখলাবাহিনীর সদস্যসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, অবরোধকালীন এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।