হোম > সারা দেশ > বরিশাল

উপজেলা নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থিতা ঘোষণা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহ প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। ৩১ মার্চ রাতে উপজেলার নিজ বাড়িতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। তিনি বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ছেলে।

তবে প্রার্থী হওয়ার বিষয়ে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি দলের সিদ্ধান্ত। তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে প্রার্থিতা হওয়া বা না হওয়া বিষয়টি নিশ্চিত করবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করবেন।’ সে লক্ষ্যে দল সব কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ