হোম > সারা দেশ > ঝালকাঠি

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১ 

ঝালকাঠি প্রতিনিধি

সেনাবাহিনীর রানার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন হাওলাদার (৪৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেনাবাহিনীতে রানার পদে চারজনকে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি ২ হাজার করে মোট ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল কোম্পানির সিম ও একটি পাসপোর্ট পাওয়া যায়।

ওসি মুরাদ আলী বলেন, মামুন হাওলাদারের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে প্রতারণার অভিযোগ আসে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ