হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। 
 
স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু