হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। 
 
স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা