হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে হাত ও মুখ বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

নাজিরপুর ইউনিয়নের মোকছেদ হাওলাদার (৫৫) ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে ওই কিশোরীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার রাতেই বিষয়টি মুলাদী থানাকে অবহিত করে।

অপর দিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসার নামে প্রভাবশালীরা কিশোরীর পরিবারকে মামলা করতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মেয়েটির বাবা জানান, মোকছেদ হাওলাদার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে বের হলে মোকছেদ তার গলায় অস্ত্র ধরে পাশের বাগানে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরীর গোঙানিতে পথচারীরা বিষয়টি টের পেলে মোকছেদ পালিয়ে যান। পরে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রভাবশালীরা বাধা দেন এবং বিষয়টি পুলিশে জানাতে নিষেধ করে এলাকায় মীমাংসা করার কথা বলেন। পরে রাতেই বিষয়টি মুলাদী থানা-পুলিশকে জানানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ভুক্তভোগীর পরিবার মোবাইল ফোনে অবহিত করলেও এ বিষয়ে লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব