হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে হাত ও মুখ বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

নাজিরপুর ইউনিয়নের মোকছেদ হাওলাদার (৫৫) ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে ওই কিশোরীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার রাতেই বিষয়টি মুলাদী থানাকে অবহিত করে।

অপর দিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসার নামে প্রভাবশালীরা কিশোরীর পরিবারকে মামলা করতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মেয়েটির বাবা জানান, মোকছেদ হাওলাদার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে বের হলে মোকছেদ তার গলায় অস্ত্র ধরে পাশের বাগানে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরীর গোঙানিতে পথচারীরা বিষয়টি টের পেলে মোকছেদ পালিয়ে যান। পরে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রভাবশালীরা বাধা দেন এবং বিষয়টি পুলিশে জানাতে নিষেধ করে এলাকায় মীমাংসা করার কথা বলেন। পরে রাতেই বিষয়টি মুলাদী থানা-পুলিশকে জানানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ভুক্তভোগীর পরিবার মোবাইল ফোনে অবহিত করলেও এ বিষয়ে লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী