পটুয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটকের আগমনে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগত ব্যক্তিদের নিরাপত্তায় মাঠে তৎপর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। হোটেল-মোটেল কর্তৃপক্ষের তথ্যমতে, গতকালই শতভাগ বুকিং হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল থেকে দেখা যায়, পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পার্কিংগুলো। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে আজ সকাল থেকে সৈকতে পর্যটকের পদচারণে মুখরিত হয়ে ওঠে। হালকা হিমেল বাতাসে আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ-উন্মাদনায় মেতেছেন।
কুয়াকাটা পায়রা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার যা তৈরি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। এত পর্যটক আসবে, তা বুঝতে পারি নাই।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।’