হোম > সারা দেশ > বরগুনা

‘অনেক ডাকাডাকি করলেও আমার ছেলে আর সাড়া দেয় নাই’

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে অপর একটি ট্রলারের ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মো. রুবেল মিয়া (২৬)। তিনি একই গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

নিহতের বাবা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘বিষখালী নদীতে মাছ শিকার শেষে জিনতলা ঘাটে ছেলেকে নিয়ে ট্রলারডা নোঙর করি। এ সময় আমার ছেলে রুবেল ট্রলারে ধোঁয়ামোছার কাজ শুরু করে। এমন সময় চান মিয়ার ট্রলারডা মাছ ধরা শেষে ঘাটে নোঙর করতে যাইয়া আমাদের ট্রলারের সাথে ধাক্কা লাগে। তখন দুই ট্রলারের মাঝে চাপা পড়ে আমার ছেলে রুবেল।’

আব্দুল কাদের আরও বলেন, ‘ট্রলারে চাপা দেওয়ার সাথে সাথেই মাত্র একবার চিৎকার শুনছি, এরপরে অনেক ডাকাডাকি করলেও আমার ছেলে আর সাড়া দেয় নাই। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত দেড়টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি। ডাক্তার জানাইছে আমার ছেলে আর নাই!’

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই রুবেল নামের ওই মাঝির মৃত্যু হয়। বুকে জোড়ে চাপ লেগে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ট্রলার ঘাটে নোঙর করা ছিল। রাতের অন্ধকারে অপর একটি ট্রলার ঘাটে নোঙর করে রাখার সময় ওই ট্রলারে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে দুই ট্রলারের মাঝখানে চাপা পড়ে রুবেলের মৃত্যু ঘটে।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘তারা উভয়েই একই এলাকার বাসিন্দা। কোনো পক্ষের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর