হোম > সারা দেশ > বরিশাল

তিন মাসের শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর কোলে থাকা তিন মাসের শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। আহত গৃহবধূ ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গৃহবধূ লামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পরে ব্যবসার কথা বলে আমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয় স্বামী সুজনকে। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় ৫০ হাজার টাকা আবার যৌতুক আনার জন্য চাপ দেন সুজন খান ও শ্বশুর জব্বার খান। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও কোলের শিশুকে আছাড় দেন শ্বশুর।’

অভিযুক্ত লামিয়ার স্বামী সুজন খান বলেন, ‘লামিয়াকে কোনো মারধর করা হয়নি। আমার বাবার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী হোসেন লামিয়া আক্তারের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মা ও মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। তাঁদের চিকিৎসা দেওয়ার পর উভয়ে ভালো আছেন।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা