হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতাল: ৪৮ ঘণ্টা পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকেরা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টানা ৪৮ ঘণ্টা পর বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দাবি আদায়ের আশ্বাস পেয়ে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসকদের পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই গ্রুপের নেতারা বৈঠকে বসেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করীম উপস্থিত ছিলেন। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। সভায় পরিচালক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা রাতে কাজে যোগ দেন। 

এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকেরা কাজে ফিরেছে।’ 

এর আগে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পদবঞ্চিত ইন্টার্ন চিকিৎসকেরা কমিটি দুটি বাতিলের দাবি জানান। পরে মঙ্গলবার বিকেল থেকে ধর্মঘট শুরু করলে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু