হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতাল: ৪৮ ঘণ্টা পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকেরা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টানা ৪৮ ঘণ্টা পর বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দাবি আদায়ের আশ্বাস পেয়ে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসকদের পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই গ্রুপের নেতারা বৈঠকে বসেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করীম উপস্থিত ছিলেন। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। সভায় পরিচালক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা রাতে কাজে যোগ দেন। 

এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকেরা কাজে ফিরেছে।’ 

এর আগে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পদবঞ্চিত ইন্টার্ন চিকিৎসকেরা কমিটি দুটি বাতিলের দাবি জানান। পরে মঙ্গলবার বিকেল থেকে ধর্মঘট শুরু করলে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা