হোম > সারা দেশ > বরিশাল

প্রতিবন্ধী ভেবে ফুটফুটে নবজাতককে সড়কে ফেলে গেলেন স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক থেকে উদ্ধার নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী হওয়ার শঙ্কায় গভীর রাতে ফুটফুটে এক নবজাতককে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনেরা। তোয়ালে মোড়ানো শিশুটির পাশেই দুধ পান করানোর ফিডার ও কাপড়চোপড় রাখার একটু ঝুড়ি পড়ে ছিল।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ত্রিশ গোডাউনের শিঙারা পয়েন্ট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নবজাতককে ফেলে যাওয়ার সময় সঙ্গে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও শিশুদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের শনাক্তের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে একজন ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে, শিশুটি প্রতিবন্ধী হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনেরা। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ