হোম > সারা দেশ > বরিশাল

প্রতিবন্ধী ভেবে ফুটফুটে নবজাতককে সড়কে ফেলে গেলেন স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক থেকে উদ্ধার নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী হওয়ার শঙ্কায় গভীর রাতে ফুটফুটে এক নবজাতককে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনেরা। তোয়ালে মোড়ানো শিশুটির পাশেই দুধ পান করানোর ফিডার ও কাপড়চোপড় রাখার একটু ঝুড়ি পড়ে ছিল।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ত্রিশ গোডাউনের শিঙারা পয়েন্ট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নবজাতককে ফেলে যাওয়ার সময় সঙ্গে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও শিশুদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের শনাক্তের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে একজন ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে, শিশুটি প্রতিবন্ধী হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনেরা। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা