হোম > সারা দেশ > বরিশাল

প্রতিবন্ধী ভেবে ফুটফুটে নবজাতককে সড়কে ফেলে গেলেন স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক থেকে উদ্ধার নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী হওয়ার শঙ্কায় গভীর রাতে ফুটফুটে এক নবজাতককে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনেরা। তোয়ালে মোড়ানো শিশুটির পাশেই দুধ পান করানোর ফিডার ও কাপড়চোপড় রাখার একটু ঝুড়ি পড়ে ছিল।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ত্রিশ গোডাউনের শিঙারা পয়েন্ট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নবজাতককে ফেলে যাওয়ার সময় সঙ্গে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও শিশুদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের শনাক্তের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে একজন ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে, শিশুটি প্রতিবন্ধী হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনেরা। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি