হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আওয়ামী লীগের ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রেপ্তার নেতারা। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিনজন নেতা ও একজন নেত্রীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, মহিলা লীগের উপজেলা শাখার সদস্য সালমা আক্তার ছবি এবং স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগের আমলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলামের ওপর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি