হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 

গতকাল শনিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত জেলায় ৩১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সব মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এদিকে কোস্টগার্ড নিজামপুর স্টেশনের পক্ষ থেকে মহিপুর বন্দর এলাকায় রোববার দুপুরে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। লালুয়া বুড়োজালিয়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অমাবস্যা এবং পূর্ণিমার “জো”তে আমাদের এলাকায় পানি প্রবেশ করে বসবাসের অনুপযোগী হয়ে যায়। দুই দিন ধরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় মাচা তৈরি করে আছি।’ 

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অতিবৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। রোববার রাতে আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 
 
পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আজ (রোববার) দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ