হোম > সারা দেশ > পটুয়াখালী

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে ভিড়ল তৃতীয় জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল বুধবার জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। আজ বৃহস্পতিবার জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। আজ থেকেই কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

পায়রা বন্দরের পাইলট ডিএম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার হয়ে বেলা ১টার দিকে পৌঁছেছে।

এ বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একের পর এক কয়ালাবাহী জাহাজ আসতে থাকবে। এমভি জাদোর ইনারে পৌঁছেছে। এখন আমরা কয়লা খালাস শুরু করব।’

উল্লেখ্য, গত ২৫ জুন কয়লার সংকটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫