হোম > সারা দেশ > বরিশাল

ক্ষতিপূরণ না পেয়ে ববির দুটি বাস আটকালেন বিএম কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত তিনটি বাস মেরামতের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ। ৪ অক্টোবর রাতের ওই ঘটনার পর এখনো ক্ষতিপূরণ না দেওয়ায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুটি বাস আটক করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। সকালে আন্ধারমানিক ও নয়নভাঙ্গানী নামের বাস দুটি মহাত্মা অশ্বিনীকুমার ছাত্রাবাস প্রাঙ্গণে রাখা হয়।

বিএম কলেজের একাধিক শিক্ষার্থী জানান, ৪ অক্টোবরের ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএম কলেজের তিনটি বাস মেরামতে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বুধবারও প্রশাসনের সঙ্গে বৈঠকে ববি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে অস্বীকার জানায়। এ কারণে মঙ্গলবার রাত থেকে উত্তেজিত ছিলেন ববির শিক্ষার্থীরা। আজ সকালে কলেজের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় ববির বাস আটক করেন তাঁরা।

এ বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম বলেন, ‘আমাদের যেসব বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙেছিল, সেগুলো মেরামতের ব্যবস্থা না করায় ক্ষোভে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস আটকে রেখেছে। তবে আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত দুটি বাস বিএম কলেজের শিক্ষার্থীরা আটকে তাঁদের ছাত্রাবাসে নিয়ে যান। বিষয়টি মীমাংসার জন্য দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে।

প্রসঙ্গত, ৪ অক্টোবর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে। তাতে দুই প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তখন ববির একটি ও বিএম কলেজের তিনটি বাস ভাঙচুর করা হয়।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ