হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে প্রেসক্লাবের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ

মুলাদী(বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীর সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া প্রেসক্লাবের সামনে বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১০টার দিকে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে ২০০ গজ দূরে এই ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেছেন বোয়ালিয়া প্রেসক্লাবের সভাপতি এম. এ. গফুর মোল্লা। 

এম. এ. গফুর মোল্লা জানান, মাদক ব্যবসায়ীরা সফিপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদক সরবরাহ করে আসছে। কয়েক দিন আগে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। রোববার পুনরায় তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাত ১০টার দিকে কে বা কারা প্রেসক্লাবের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ পেয়ে বিষয়টি বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করি। 

বোয়ালিয়া প্রেসক্লাবের সদস্য মো. জাহিদ মোল্লা বলেন, ‘প্রেসক্লাবের সঙ্গেই বাড়ি। সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। রাত ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে পুলিশকে জানানো হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা আতঙ্ক ছড়াতে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।’ 

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ‘সংবাদ পেয়েই এস. আই ফিরোজ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে জর্দার কৌটা এবং কিছু বিস্ফোরকের আলামত পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে। বোয়ালিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ