হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির কমিটি গঠনে অনিয়ম: ৪০ জনের সাক্ষ্য নিলেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।

গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।

বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে। 
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের