হোম > সারা দেশ > ঝালকাঠি

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে অর্ধশতাধিক পরিবারের ঈদ উদ্‌যাপন

ঝালকাঠি প্রতিনিধি  

রাজাপুর উপজেলায় মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে ঈদের জামাত হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঈদুল আজহা উদ্‌যাপন করেছে অর্ধশতাধিক পরিবার। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতের হাট বাজারের দারুস সুন্নাহ জামে মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় অনুশাসন মেনে পশু কোরবানি দেন। ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ নুরুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ডহরশংকর গ্রামের প্রায় ৫০টি পরিবার রোজা ও ঈদ পালন করে আসছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

মুসুল্লি নুরনবী বলেন, ‘কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যতটুকু চলা যায়, আমরা ততটুকুই চলার চেষ্টা করি।’ আরেক মুসল্লি ওলি জানান, ‘আমরা চাই সবাই একই দিনে ঈদ পালন করুক। আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ মসজিদ কমিটির সভাপতি রিপন হাওলাদার বলেন, ‘২০১৩ সাল থেকে আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে এলেও ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে। শুরুর দিকে অনেক বাধা এসেছিল, তবে এখন আর কোনো সমস্যা নেই।’

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ