বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণমূলক করার স্বার্থে গতকাল মঙ্গলবার তাঁকে বরগুনা পুলিশ লাইনসে সংযুক্ত করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের একটি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে বরগুনা জেলার পাথরঘাটা থানার ওসি মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে তাঁর স্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আশ্রাফুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।