হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে আদালতে নিজ শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠিতে আদালতে মামলার বাদী আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছেন। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে রক্ষা করেন।

আজ রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন নলছিটি আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদার (৩২) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা করেন আল-আমিনের স্ত্রী।

ওই মামলায় আজ তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।

স্বামীর বিরুদ্ধে মামলার ফলে স্বামী তাঁকে আর গ্রহণ করবেন না জানানোর পরেই তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। এরপর তাঁর স্বামী তাঁকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি