হোম > সারা দেশ > পটুয়াখালী

ডায়াবেটিস চিহ্নিত করতে পটুয়াখালীতে সচেতনতা সভা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে ডিসির কর্মসূচি। ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস চিহ্নিত করতে সভা করেছে ডায়াবেটিক সমিতি। সম্প্রতি অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তাঁর বাঁ পাশে মঞ্চে বসা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

অনুষ্ঠানে সিভিল সার্জন এস এম কবির হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান চাঁন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতার মঞ্চে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ তাকে অনুষ্ঠানের রাখা নিয়ে সমালোচনা করেন। তবে ডায়াবেটিক সমিতি বলেছে, শফিকুর রহমান চাঁনকে সমিতির আজীবন সদস্য হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

জানতে চাইলে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, ‘অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই লাইফ মেম্বার (আজীবন সদস্য)। এর বাইরে কেউ নেই। এছাড়া ওখানে কোনো প্রধান অতিথি ও বিশেষ অতিথি রাখা হয়নি। ডিসি স্যার সভাপতি ছিলেন।’

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন