হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীসহ বিভিন্ন স্থানে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও বরিশাল নগরের কয়েকটি স্থানে এবং জেলার ১০ উপজেলার কয়েকটি স্থানে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চননগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা মক্কা নগরীর সঙ্গে তাল মিলিয়ে এঁরা ঈদ উদ্‌যাপন করেন। বরিশাল বিভাগে এঁদের ৭৫টি মসজিদ রয়েছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠির হাজিবাড়ী এলাকার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাঁরা এক অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পাশাপাশি তাঁরা পশু জবাই দিয়ে কোরবানি শুরু করেন।

এ ছাড়া নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিণাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর ও মাধবপাশা—এই তিনটি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি দরবার শরিফের প্রায় আড়াই হাজার অনুসারী রয়েছেন। এসব এলাকাতেও ঈদ উদ্‌যাপন চলছে।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা