নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সমাবেশে বক্তারা বলে, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, ‘আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁর দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।’