হোম > সারা দেশ > বরিশাল

হাফ পাসের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম

বরিশাল প্রতিনিধি

নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে। 

সমাবেশে বক্তারা বলে, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। 

বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, ‘আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’ 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁর দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।’

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ