হোম > সারা দেশ > ভোলা

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলা সংবাদদাতা

ফাইল ছবি

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিন নামের নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দবাজার এলাকার একজন ব্যবসায়ী।

লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফুশাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। আনন্দবাজারে তিনি প্রতিদিনের মতো দোকানে আসেন। ওই দিন কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে শাহিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি।

মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনার খবর পেয়ে তাঁরা হাসপাতালে আসেন।

শাহিনের শ্বশুর কামাল হোসেন বলেন, ‘আমার জামাই শাহিন ৪ দিন আগে নিখোঁজ হয়। এর পর থেকেই বিভিন্নভাবে তার খোঁজ করি। মঙ্গলবার দুপুরে তাকে পাওয়া গেছে খবর পেয়ে হাসপাতালে আসি।’

শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ