হোম > সারা দেশ > ভোলা

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলা সংবাদদাতা

ফাইল ছবি

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিন নামের নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দবাজার এলাকার একজন ব্যবসায়ী।

লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফুশাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। আনন্দবাজারে তিনি প্রতিদিনের মতো দোকানে আসেন। ওই দিন কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে শাহিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি।

মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনার খবর পেয়ে তাঁরা হাসপাতালে আসেন।

শাহিনের শ্বশুর কামাল হোসেন বলেন, ‘আমার জামাই শাহিন ৪ দিন আগে নিখোঁজ হয়। এর পর থেকেই বিভিন্নভাবে তার খোঁজ করি। মঙ্গলবার দুপুরে তাকে পাওয়া গেছে খবর পেয়ে হাসপাতালে আসি।’

শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের