পটুয়াখালীর দশমিনায় ট্রাক্টর চাপায় মো. আল-আমিন ব্যাপারী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ব্যাপারী দশমিনা সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, দশমিনা সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে আল-আমিন ঘটনার দিন বাঁশবাড়িয়া গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করতে যান। চাষাবাদ শেষে কৃষিজমি থেকে ট্রাক্টর নিয়ে উঠতে গেলে ট্রাক্টর উল্টে এর নিচেই চাপা পরে ঘটনাস্থলে মারা যান আল-আমিন। পরে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. এম আলভী মৃত্যু ঘোষণা করেন। স্বজনেরা মৃত্যু আল-আমিনকে কাউনিয়া গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই।